1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাজশাহীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতামুলক কর্মসূচি - dailynewsbangla
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন: সভাপতি নির্বাচিত বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কুষ্টিয়ার ভেড়ামারার রায়টা বালুঘাটে   ফিল্মী স্টাইলে গুলিবর্ষণ কৃষক আহত আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণা তুঙ্গে  ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামুল্য  উপকরণ বিতরণ ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশায় নওগাঁর কাঁচা মরিচ চাষীরা  ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত মৎস্যজীবী হত্যার ৩ নম্বর আসামি  র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩ মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের

রাজশাহীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতামুলক কর্মসূচি

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
রাজশাহী ব্যুরোঃ ” রাজশাহীর পবা উপজেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় রাজশাহীর আয়োজনে প্রতিনিধিদের নিয়ে “নিরাপদ খাদ্য বিষয়ক” জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর ২২ (শনিবার) সকাল ১১.০০ টায় পবা উপজেলা পরিষদের সভাকক্ষ (বারনই) এই কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত আয়োজনে  পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ জনাব মোঃ আয়েন উদ্দিন। মুল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান। নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতামুলক নানা দিক তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বলেন, খাদ্যের সাথে সংশ্লিষ্ট তৃনমুল পর্যায়ের মালিক ও শ্রমিকদের প্রশিক্ষণ সম্পুর্ণ করেছি যা এখনও চলমান রয়েছে। এবার আমরা জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালার ব্যবস্থা করেছি। এছাড়াও নিরাপদ খাদ্য নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেন। পরিশেষে তিনি সকলের সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ খাদ্য তৈরী ও গ্রহনের অভ্যাস করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জনাব আয়েন উদ্দিন বলেন, আজ থেকে ২০ বছর আগেও আমাদের দেশে খাদ্যে সমস্যা ছিল। কিন্তু বর্তমানে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পুন্ন। যেটি আমাদের সরকার করে দেখিয়েছে। জনবান্ধব সরকার জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই সংস্থাটি চালু করেছে। আগামীতে নিরাপদ খাদ্য পরিক্ষার জন্য ল্যাব স্থাপন করা হবে।
এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা কর্মকর্তা মোঃ লোকমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পবা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অভিজিৎ সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগমসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত জনপ্রতিনিধি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ