খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলা শ্যামপুর পুলিশ ক্যাম্প এলাকার স্ট্যাডি পয়েন্ট কোচিং সেন্টার এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সেলিম রেজা অনিক ও রাইসুল ইসলাম শাকিল এর পরিচালনায় মঙ্গলবার বিকালে শ্যামপুর পুলিশ ক্যাম্পের পার্শে স্ট্যাডি পয়েন্ট কোচিং সেন্টার চত্বরে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খলিশাকুন্ডি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর সভাপতি মিজানুর রহমান, কন্ট্রোলার শহীদুল ইসলাম, শাপলা প্রি ক্যাডেট এর প্রধান শিক্ষক সফিউল ইসলাম সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তি বর্গ ও অন্যান্য শিক্ষার্থীরা।
২০২২ সালের এস এস সি পরিক্ষায় স্ট্যাডি পয়েন্ট কোচিং সেন্টার থেকে ৩৭ শিক্ষার্থী অংশ গ্রহন করেন। তাদের ভিতরে গোল্ডেন এ প্লাস পেয়েছেন ৫ জন শিক্ষার্থী, এ প্লাস পেয়েছেন ৬ জন শিক্ষার্থী ও এ গ্রেড পেয়েছেন ১৬ জন শিক্ষার্থী।