মো.আককাস আলী : নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেছেন,বর্তমান সরকার মহিলাদের স্বনির্ভরশীল করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন,শেখ হাসিনা সরকার গ্রামে গ্রামে মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সক্রিয় করে তুলেছেন। তারা এখন কাজ করে অনেক টাকা আয় করছেন। সাংসদ বলেন,তথ্য প্রযুক্তির আদান-প্রদানেও তারা এখন অনেক স্বনির্ভরশীল।
গতকাল রোববার উপজেলার চেরাগপুর ইউনিয়নের আজিপুরে উপজেলা তথ্য আপার আয়োজনে জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউএনও আবু হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, প্রাণিসম্পদ অফিসার আব্দুল মালেক প্রমূখ।