দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদী নির্ভর মৎস্য জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর, দশমিনা সূত্রে জানা যায় উপজেলার তেঁতুলিয়া নদী ইলিশ অভয়াশ্রম ঘোষনা করে মৎস্য অধিদপ্তর। উপজেলায় তেঁতুলিয়া নদী নির্ভর ৮ হাজার ৬ শত ২৯ জন জেলেকে ভিজিএফ চালের আওয়াতায় আনে উপজেলা মৎস্য অধিদপ্তর, দশমিনা। মার্চ ও এপ্রিল ২ মাসে ইলিশ অভয়াশ্রম নদীতে সম্পূর্ণ মাছ ধরা নিষেধ তাই এই দুই মাসে প্রতি মসে ৪০ কেজি করে দুই মাসে ৮০ কেজি ভিজিএফ চাল বিতরন করা হবে।
মঙ্গবার সকাল ১০ টায় উপজেলার ০৪ নং দশমিনা ইউনিয়নে ১ হাজার ৮ শত ৩৬ জন মৎস্যজীবীকে চাল বিতরন কর্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুল আলম তালুকদার, মেরিন ফিশারিস কর্মকর্তা মোঃ নাজমুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ০৪ নং দশমিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন, ইউনিয়ন পরিষদ সচিব শহিদুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য, সাধারন সদস্যসহ উপকারভোগী মৎস্যজীবী গন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম তালুকদার বলেন, ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল উপজেলার তেঁতুলিয়া নদীর চর ভেদুরিয়া থেকে চর রুস্তুম পর্যন্ত ১শত কিলোমিটার ইলিশ অভয়াশ্রম। এই সময়ে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ তাই নদী নির্ভর ৮ হাজার ৬ শত ২৯ জন মৎস জীবীদের ৪০ কেজি করে দুই মাসে ৮০ কেজি চাল দেয়া হবে। তাহার ধারাবাহিকতা আজ মঙ্গলবার দশমিনা ইউনিয়নে ১ হাজার ৮ শত ৩৬ জন মৎস্যজীবীকে চাল বিতরন কার্যক্রম শুরু কারা হয় । পর্যায়ক্রমে বাকী ছয় ইউনিয়নে চাল বিতরন করা হবে।