ফরিদ আহমেদ: কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন করেছে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ। দৌলতপুর উপজেলা সড়কের উপজেলা বাজারে আজ শনিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরওয়ার জাহান বাদশা, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, উপজেলা চেয়ারম্যান ও য়ুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন, আওয়ামীলীগ নেতা হাসানুল আশকার হাসু, টিপু নেওয়াজ, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল, মহিউল ইসলাম মহি, নইমুদ্দিন সেন্টু,বীর মুক্তিযোদ্ধা আবু আফফান, আব্দুস সোবহান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সুস্থ রাজনৈতিক ধারায় আন্দোলন করতে ব্যার্থ হয়ে বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি, অগ্নি সন্ত্রাস ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপের পথ বেছে নিয়েছে। আওয়ামীলীগ দেশ ও দেশের মানুষের কল্যাণ ও নিরাপত্তায় সর্বদা সজাগ রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।