মোঃ বেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলার ঢাকা থেকে পায়রাবন্দরগামী লঞ্চ এম ভি পূবালী-৫ থেকে শুক্রবার ভোর পোনে পাঁচটায় তেঁতুলিয়ার বুড়াগৌরঙ্গ নদীতেপরে যাওয়া যুবককে রবিবার সকাল ১১ টায় তেঁতুলিয়া নদীর চঙ্গারচর থেকে মৃত উদ্ধার করা হয়।
জানা যায়, ঢাকা থেকে পায়রাবন্দর যাওয়ার পথে শুক্রবার ভোর পোনে পাঁচটায় ঘাট দেওয়ার উদ্দেশ্যে এম ভি পূবালী-৫ উপজেলার বাঁশবাড়ীয়া লঞ্চঘাটে ভিরানোর পথে চরভুতম নামক স্থানে সাইফুল পরে যায়। লঞ্চ এম ভি পূবালী-৫ ঘন্টাব্যাপি নদীতে খোঁজ করে। পরে দশমিনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও নৌ-পুলিশ ফাঁড়ি দশমিনা স্টেশনে ফোন করলে সকাল ৫ টায় নিখোঁজ সাইফুলকে উদ্ধার অভিযান পরিচালনা করে। নিখোজ সাইফুলকে তিনদিন খোজকরার পর রবিবার সাকালে চঙ্গারচর নদীতে ভাষতে দেখে জেলেরা নৌ-পুলিশ ফাঁড়িতে ফোন দিলে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধার করে দশমিনা থানায় হস্তান্তর করেন।
নিখোঁজ সাইফুলের স্ত্রী মোসাঃ তানিয়া বেগম এবং তার বড় ভাই বাদশা মরদেহ দেখে চিহ্নিত করেন এই সাইফুল।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মেহেদী হাসান বলেন নিখোঁজ সাইফুলের মরদেহ উদ্ধারকরে দশমিনা থানা আনা হয়েছে সাইফুলে স্ত্রী ও বড় ভাই সনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হবে। তারপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।