নওগাঁর নিয়ামতপুরে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মমতাজ হোসেন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম প্রমূখ।
মতবিনিময় সভা শেষে নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজ ও মায়ামারি টি, এল, বি উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স, খাতা, পানির পট, জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়।