রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসায় ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও নবীনদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১শে মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় মাদরাসা প্রঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সহকারি শিক্ষক মোঃ ইসরাইল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও ধুরইল ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভপতি মোঃ ওয়াজেদ আলী । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ান পরিষদের সদস্য ও ধূরইল ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মানিক মালাকর সাধারণ সম্পাদক মোঃ মিলান হোসেন । নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সুপারিটেনডেন্ট মাওলানা মোঃ নূরুজ্জামান, সহকারি সুপার মাওলানা মোঃলৎফর রহমান, ধুরইল ১নম্বার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহিদুল ইসলাম। ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মুনতাজ আলী সরকার , বেলাল হোসেন, সাজ্জাদ কবির। বিদায়ী ছাত্রীদের মধ্যে মান পত্র পাঠ করে দাখিল দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ জেসমিন খাতুন ও বিদায়ী বক্তব্য রাখে মোছাঃ হাবিবা খাতুন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী শিক্ষক ও কর্মচারী বৃন্দ।এছাড়াও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের বরণ করে নেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।