বিশ্বজিত, তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোর গোল্লাপাড়া বাজারে জনপ্রিয় প্রতিষ্ঠান “পোষাক বাজার -২” নামের আরেকটি শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৯ মার্চ (বুধবার) সন্ধ্যায় গোল্লাপাড়া বাজারের প্রদীপ সুপার মর্কেটের নিচ তলায় এই পোশাক বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। শোরুমে উদ্বোধন ও মাহে রমজান উপলক্ষ্যে পোশাক বাজার- ২ শোরুমে দোয়া মোনাজাত, ইফতারের আয়োজন করেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মাইনুল ইসলাম।
জানা গেছে, গোল্লাপাড়া বাজারের প্রদীপ সুপার মার্কেটের প্রথম পোশাক বাজার নামের শোরুম চালু করেন প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ মাইনুল ইসলাম। এরপর সকল শ্রেনী পেশার মানুষের পছন্দমত পোশাকের চাহিদা মিটিয়ে আবারও পোশাক বাজার-২ নামের দ্বিতীয় শোরুমের উদ্বোধন করেন।
এসময় পোশাক বাজারের শুভ উদ্বোধন করেন তানোর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও পোশাক বাজারের মালিক মাইনুল ইসলামের পিতা গোলাম রাব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি সারোয়ার জাহান,সাধারন সম্পাদক প্রভাষক রাকিবুল সরকার পাপুল, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম, থানার মোড়ের ওয়ালটন ও যমুনা টিভির ডিলার শহিদুল ইসলাম নান্টু, বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল হোসেন, ফায়সাল সরকার অমি, শাহিন সরকার রনজু সহ বাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।