1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
আশ্রয়নের বাসিন্দা রহিমজানদের রমজানে শাক-পাতা, দিয়ে চলছে সংসার - dailynewsbangla
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বোয়ালমারীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ ভেড়ামারায় জানালার গ্রিল কেটে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  নাগরপুরে অবৈধ বালু উত্তোলন অভিযান চলমান থাকবে ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান ঘোড়াঘাটে এক ব্যবসায়ীর ৫ টি গরু চুরি বোয়ালমারীতে অস্ত্র ঠেকিয়ে প্রাইভেট কার ছিনতাই লালপুরে ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে  বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু লালপুরে সড়ক দূর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগীর মৃত্যু রাজশাহীতে অবৈধভাবে জমি দখল ও ওয়ারিসদের বিরুদ্ধে মিথ্যা মামলা বদলগাছীতে জয় বাংলা স্লোগান দেওয়ায় যুবক আটক ঘোড়াঘাটে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

আশ্রয়নের বাসিন্দা রহিমজানদের রমজানে শাক-পাতা, দিয়ে চলছে সংসার

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
মোঃ বেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি  বয়োবৃদ্ধ রহিমজান বিবি (৮০) দীর্ঘ ২২ বছর যাবত বসবাস করেন দশমিনা উপলোর আলীপুর ইউনিয়নের রামনাবাদ নদীর তীরের পূর্ব আলীপুরা আশ্রয়নে। ছেলে ছেলের বৌ নাতি নাতনী নিয়ে ৬ সদস্যর সংসার তার। রহিমজান বিবির একমাত্র ছেলে বাবুল (৫৫) রিক্সা চালিয়ে যা আয় করেন সেটা দিয়ে চাল কিনে আর কোন টাকা অবশিষ্ট থাকে না। পবিত্র রমজান মাসে রোজার সময়টায় শাকপাতা আর ডাল খেয়েই চলছে রহিমজান বিবির অভাবের সংসার। শনিবার বিকেলে(০১ এপ্রিল) সরেজমিনে পূর্ব আলীপুর আশ্রয়নের বাসিন্দাদের নিদারুন কষ্ট আর আভাবের এরকম চিত্র দেখা গেছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানাগেছে, ২০০১ সালে আলীপুরা ইউনিয়নের রামনাবাদ নদীর তীরে তৎকালীন সরকার ৫০ টি পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পটি গড়ে তোলেন। বর্তমানে ওই আশ্রয়নে মাত্র ১৫টি পরিবারের অর্ধ শতাধিক মানুষ স্থায়ীভাবে বসবাস করছেন। বাকি পরিবারগুলো কর্মসংস্থানের অভাবে পর্যায়ক্রমে অন্যত্র চলে গেছেন। আশ্রয়নের বাসিন্দা খাদিজা বেগমের (৫০) স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেছেন, দিন মজুর ছেলেকে নিয়ে আশ্রয়নে বসবাস করছেন তিনি, খাদিজা বলেন, প্রতিদিন তার ছেলে কাজ পায় না তাই চরম অভাবের মধ্যে শাক ডাল খেয়েই চলছে তাদের জীবন, দীর্ঘ এক বছরের মধ্যে তারা মাংস খেতে পাননি। একই আশ্রয়ননের বাসিন্দা বিধবা সুফিয়া বেগম (৫৫) বলেন, মাছ-মাংস তো স্বপ্নে দেখা যায়। রোজার মাসে আয় রোজগার না থাকায় শাকপাতা খেয়ে চলছে আমাদের জীবন। তিনি আরো বলেন, দীর্ঘ ২২ বছর আগে তৈরি হওয়া এই ঘরগুলো জরাজীর্ন হয়ে পরেছে, বৃষ্টিতে চালের ফুটো দিয়ে পানি পরে হাটু সমান কাদা পানিতে একাকার হয়ে যায় তাদের বসবাসের ঘরগুলো। যাদের অন্যত্র যাওয়ার যায়গা নেই শুধু তারাই আশ্রয়নে বসবাস করছেন। সরকারী সহায়তা থেকেও বঞ্চিত হচ্ছেন বলে জানান সুফিয়া বেগম।
আলীপুরা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর বলেন, আশ্রয়নে আশ্রিতদের ঘরগুলো সংস্কার করার জন্য একাধিকবার আমি উপজেলা মাসিক সভায় অবহিত করেছি এবং দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে চিঠি দিয়ে জানানো হয়েছে, তিনি বলেন দুর্গম গ্রাম্য এলাকা হওয়ায় আশ্রয়নে আশ্রিতদের কর্মসংস্থানের কোন সুযোগ নেই। তিনি আরো বলেন, আসছে ঈদে আশ্রয়নের বাসিন্দাদের ভিজিএফ এর মাধ্যমে ১০ কেজি করে চাল দেওয়া হবে।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, উপজেলার গত মাসিক সভায় বিষয়টি  ইউপি চেয়ারম্যান আশ্রয়নের ঘরগুলো সংস্কারের জন্য প্রস্তাব করেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং উপজেলা প্রশাসানের পক্ষ থেকে সংস্কার করার ব্যবস্থা গ্রহন করবো।
স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি আজকের পত্রিকা প্রািতনিধিকে বলেন আমি শুনলাম আপনার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে ঘর সংস্কারের ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ