নিজস্ব প্রতিবেদক :দেশ ও বিদেশের সকল বন্ধু বান্ধবদের শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন,সাংবাদিক ও কবি মোহাম্মদ আককাস আলী। সেই সাথে কবির অসুস্থতার জন্য সকল বন্ধু-বান্ধবদের নিকট দোয়া প্রার্থনা করেন।
দেশ-বিদেশের বিভিন্ন বন্ধু বান্ধব কবির শুভ জন্মদিনে উইশ জানিয়েছেন এবং সেই সাথে অনেকে ফোন করে কবির খোঁজখবর নিয়েছেন ।
৩/৪/১৯৭০ কবির সার্টিফিকেটের জন্মদিন হিসাবে এই শুভ জন্মদিন। ১৩৭৪ সালে কবি মায়ের গর্ভ থেকে বাংলার আলো বাতাসের মুখ দেখেন । বাংলার সেই আলো বাতাস নিয়ে কবি নিজেকে গর্ববোধ করেন এবং বিভিন্ন দেশ-বিদেশে গিয়ে কবি মায়ের ভাষা বাংলায় কথা বলেন।
ইতিমধ্যে কবি মোহাম্মদ আককাস আলীর ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এবং ভারত আসামের লিডু রাষ্ট্রীয় কবি সম্মেলনে সেলফি নেতা কাব্যগ্রন্থ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা “শ্রেষ্ঠ বাঙালি” আবৃতি করে সম্মাননা ক্রেস্ট অর্জন করেন এবং কলিকাতার নজরুল তীর্থে “বজ্রকন্ঠ” স্বরচিত কবিতা আবৃতি করে পুরস্কারে ভূষিত হন।
এছাড়া দেশের বিভিন্ন কবিতা উৎসবে নিজের লেখা কবিতা আবৃত্তি করে সম্মাননা ক্রেস্ট অর্জন করেন। কবি মোহাম্মদ আককাস আলী আবারো সকল বন্ধু বান্ধবদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। শুভ জন্মদিন প্রিয় কবি।