মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা সদর ইউনিয়ন পরিষদের দুই সদস্যের বিরুদ্ধে সরকারি কাজে বাধাসহ হুমকি-ধামকির বিষয়ে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার (ইউএনও) এর কাছে অভিযোগ করেন সচিব মিজানুর রহমান। তাঁর খামখেয়ালি আচরণের কারনে একের পর এক অভিযোগে তটস্থ হয়ে পড়েছেন চেয়ারম্যান ও সদস্যরা।
টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সঙ্গেও বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন সচিব মিজানুর রহমান। এর পর কাউকে না জানিয়েই কর্মস্থল থেকে চলে যান। ছুটি ছাড়াই বুধবারও পরিষদে অনুপস্থিত ছিলেন। এসবের প্রতিবাদ করায় চেয়ারম্যানের বিরুদ্ধেও ইউএনও’র কাছে অভিযোগ করার হুমকির দেন সচিব মিজানুর রহমান।
সচিবের এসব আচরণে আজ বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যানের কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় পরিস্থিতির আলোকে আইনি প্রক্রিয়ায় সচিব মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইউনিয়নের নারী সদস্য জিন্নাতুন নেছা বলেন, ‘সচিব মিজানুর রহমান তাঁর কক্ষে আমাকে একা ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দেন। এ ঘটনার প্রতিবাদ করায় তিনি আমার বিরুদ্ধে ইউএনওর কাছে সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগ করেন। আমিও তাঁর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের বিষয়ে ইউএনওর কাছে অভিযোগ করেছি। বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করেছে দিয়েছেন ইউএনও।’
ইউনিয়নের সদস্য আলমগীর হোসেন বলেন, ‘গত সোমবার টিসিবি পণ্য বিতরণের দিন আমার ১০টি কার্ড গায়েব হয়ে যায়। পরে সচিব মিজানুর রহমান বাতিল করা কয়েকটি কার্ড দিয়ে পণ্য উত্তোলনের চেষ্টা করেন। এনিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতÐা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার আমার বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে ইউএনওর কাছে দরখাস্ত দিয়েছে।’
এ প্রসঙ্গে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘টিসিবির পণ্য বিতরণ নিয়ে সদস্য আলমগীর হোসেনের সঙ্গে সচিব মিজানুর রহমানের কথা কাটাকাটি হয়েছে। গত মঙ্গলবার এবিষয়ে জানতে চাওয়ায় সচিব আমার সঙ্গেও অশোভন আচরণ করে পরিষদ থেকে চলে যান। ছুটি ছাড়াই বুধবারও তিনি পরিষদে অনুপস্থিত ছিলেন।’
চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ‘কোনো কথা বললেই সচিব মিজানুর রহমান সদস্যদর বিরুদ্ধে অভিযোগ করছেন। আমার বিরুদ্ধেও অভিযোগ করার হুমকি দিচ্ছেন। সচিবের এসব আচরণে পরিষদের সবাই তটস্থ। পরিস্থিতির আলোকে দু’একদিনের মধ্যেই পদক্ষেপ নেওয়া হবে।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে সচিব মিজানুর রহমান বলেন, টিসিবির পণ্য বিতরণের দিন কার্ড গায়ের হওয়ায় বিষয়ে আমাকে অভিযুক্ত করে সদস্য আলমগীর হোসেন খারাপ আচরণ করেন। তিনি আমাকে দেখে নেওয়ারও হুমকি দেন। এবিষয়ে আমি ইউএনও’র কাছে অভিযোগ দিয়েছি। সদস্য জিন্নাতুন নেছাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ সঠিক নয়।’
এ বিষয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির মুন্সী বলেন, এ বিষয়ে সচিব মিজানুর রহমান মৌখিকভাবে অভিযোগ করেছেন। উভয়পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেওয়া হবে