মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর ধামইরহাটে সাড়ে ৬কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
ধামইহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী জানান, ১০ এপ্রিল দুপুর দেড় টায় দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামের মৃত আনছের আলী মন্ডলের ছেলে হামিদুল ইসলামকে তার বাড়ী থেকে সাড়ে ৬ কেজি গাঁজা সহ আটক করা হয়। এ সময় রবিউল ইসলাম নামে অপর মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। ওসি আরও জানান,ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকার বিভিন্ন রুটে মাদক ব্যবসায়ী ও সেবীদের দৌরাত্ন নিয়ন্ত্রনে বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।