মহাদেবপুরে সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলার ১৫ জন আসামি গ্রেফতার
মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মহাদেবপুর থানাপুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
ওসি মো.মোজাফফর হোসেন জানান,ফোর্সের সমন্বয়ে খোদ্দনারায়নপুর গ্রামের বুদার ছেলে বিরেন(৩৫), মোঃ জামিল হোসেন(২৬), পিতা- মোঃ আঃ জলিল, মোঃ আঃ জলিল(৫০), পিতা- মৃত কেতাব আলী, মোঃ সাইফুল ইসলাম, পিতা- মোঃ ফয়েজ উদ্দিন, মোঃ জাইদুল ইসলাম, পিতা- মোঃ ফয়েজ উদ্দিন, মোছাঃ বৃষ্টি, স্বামী- মোঃ সাইফুল ইসলাম, মোছাঃ সেলিনা বেগম, স্বামী- মোঃ জাইদুল ইসলাম, সর্বসাং-বাগাচারা আদর্শগ্রাম, মকলেছুর রহমান, পিতা- মৃত আস্রাব,অলি, পিতা- মৃত কুমুদ জিল্লুর রহমান, পিতা- মোজাফ্ফর, ফারুক, পিতা- মোজাফ্ফর,মোকসেদ, পিতা- মৃত উসমান মন্ডল, সর্বসাং- শিকারপুর, মোঃ আসাদ, পিতা- মৃত আঃ সামাদ, মোঃ বাদশা, পিতা- মৃত আব্দুস সামাদ, উভয়সাং- অর্জুনী, সর্বথানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ, মোঃ জাকারিয়া হোসেন, পিতা- মোঃ আতাউর রহমান, সাং- বেজোড়া, থানা-মান্দা, জেলা-নওগাঁদেরকে ওয়ারেন্টমূলে গ্রেফতার পূর্বক রবিবার ২১মে বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়।