বীরমুক্তিযোদ্ধা ও স্বপক্ষে’র সম্মিলিত ঐক্যে শক্তিশালী হবে বাগমারা আওয়ামী লীগ
রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে যোগদান করেছেন বাগমারা উপজেলার বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা, মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান ও তৃনমুল নেতৃবৃন্দরা। ১লা জুলাই শনিবার বাগমারা উপজেলার পরিষদের ডাকবাংলোতে আয়োজিত পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তাহেরপুর পৌরসভার তিন তিনবারের সফল মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক এসএম জিয়াউদ্দিন টিপু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ( পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা। রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা আসনের সাবেক সাংসদ প্রতিমন্ত্রী জিন্নাতুন্নেসা তালুকদার রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বার কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রাবি সাবেক অধ্যাপক পিএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, আলফোর রহমান, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মনসুর মৃধা, জেলা পরিষদ সদস্য আবু জাফর মাস্টার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, তাহেরপুর পৌর যুবলীগের আহ্বায়ক সোহেল রানা সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের ত্যাগী নেতা,ছাত্রলীগ,যুবলীগ, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বাগমারা উপজেলার রাজনীতির মাঠ কাঁপানো ব্যক্তি ও দুঃসময়ের বন্ধু খ্যাত ব্যক্তিত্ব হিসেবে অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ’কে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ( বাগমারা – ৪ ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন চান তারা। এতে তৃনমুল কর্মীদের আস্বস্ত করে নিজের প্রস্তুতির কথা তুলে ধরেছেন।