পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ২
মোহাম্মদ আককাস আলী :নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল জব্বার (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত আব্দুল জব্বার উপজেলাার নিতপুর পশ্চিম দোয়ারপালের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় অপর দুই যুবক আহত হয়েছে। আহতরা হলো একই গ্রামের মৃত কছিমদ্দীনের ছেলে আব্দুল করিম (৩৫) ও নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৪)। স্থানীয়রা জানান, সোমবার ভোরে আব্দুল জব্বার, আব্দুল করিম ও মেহেদী হাসানসহ বেশ কয়েকজন যুবক স্থানীয় পূণর্ভবা নদীতে মাছ ধরতে যায়। এ সময় আকাশে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই আব্দুল জব্বারের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বজ্রপাতে একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।