ভারত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার ৯৮০ কেজি আনারস
মোঃ আশিকুর রহমান রনি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে রাজ্যের বিখ্যাত ‘কিউ’ জাতের ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন।
৮ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভারতীয় একটি পিকআপ ভ্যানে আনারসের চালানটি আখাউড়া-আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় পৌঁছলে ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ফণি ভুশন জমাতীয়া বাংলাদেশে চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়ালের (এএসও) কাছে আনারসগুলো বুঝিয়ে দেন।
স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র জানান, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসাবে আনারসগুলো নিয়ে আসেন। ১০০টি কার্টনে মোট ৭০০ পিস আনারসের ওজন ছিলো ৯৮০ কেজি। ভারতীয় হাইকমিশন এ উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেবে।
এ সময় স্থলবন্দরের শূন্যরেখায় দুই দেশের কাস্টমস কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।