শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করার আহবান
মোহাম্মদ আককাস আলী :শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করার আহবান জানিয়েছেন সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম। তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা,ওসি মো.মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুলতান হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক ও চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র প্রমূখ।
এবার মহাদেবপুর উপজেলায় ১৫৩টি পূজামণ্ডপে ৫০০ কেজি চাউল ও এমপির ব্যক্তিগত ২০০০ টাকা করে প্রদান করা হয়েছে।