প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার কশবা গ্রামের জনৈক ভিকটিম নিজে বাদী হয়ে ওই যুবককে আসামি করে থানায় মামলা করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে রাসেল (৩০) নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রাসেল উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা আদর্শ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগাচারা আদর্শ গ্রামে ফুপাতো বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান রাসেল। মহাদেবপুর থানার ওসি মো. রুহুল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হলে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়।