হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে বাঁশের আঘাতে সুমন আলী (১৫) মৃত্যু হয়েছে। ভেড়ামারা উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নে মাধবপুর পশ্চিম পড়া গ্রামে রবিবার দুপুর ৩ টার সময় সুমন আলী পিতা সাবদুল্লার বাঁশের ঝাড়ে আলামিন পিতা মফিজ জোর করে বাঁশের মোথা তোলতে গেলে সুমন বাধা দেয় এবং এ সময় আলামিন ও সুমনের মধ্যে হাতাহাতি হয়। পরে আলামিন বাড়িতে গিয়ে আলামিনের পিতা মফিজকে সঙ্গে করে নিয়ে এসে সুমনকে বাঁশ দিয়ে বেধড় পিটিয়ে গুরুতর আহত করে চলে যায় পরে সুমনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সুমনের অবস্থা খারাপ দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সুমনের পরিবার রাজশাহী একটি বেসরকারি নিউ লাইভ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আর সোমবার সকাল ৮ টা ৩০ মিনিটে সময় ইন্তেকাল করেন। সকালে রাজশাহী থেকে লাশ ভেড়ামারা থানায় নিয়ে আসলে ভেড়ামারা থানা র অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ১২ এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন আমরা আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।