1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
সাংসদ ছলিমের সহযোগিতায় অফিস পাড়ার সকল সুবিধা ভোগ করতো ছাত্রদল নেতা সাখোওয়াত  - dailynewsbangla
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
মৎস্যজীবী হত্যার ৩ নম্বর আসামি  র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩ মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো 

সাংসদ ছলিমের সহযোগিতায় অফিস পাড়ার সকল সুবিধা ভোগ করতো ছাত্রদল নেতা সাখোওয়াত 

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

সাংসদ ছলিমের সহযোগিতায় অফিস পাড়ার সকল সুবিধা ভোগ করতো ছাত্রদল নেতা সাখোওয়াত 

নওগাঁ প্রতিনিধি  : সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিমের সহযোগিতায় অফিস পাড়ার সকল সুবিধা ভোগ করতো ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্র নেতা এম সাখোওয়াত হোসেন। সাখোওয়াত হোসেন একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ডেমোস্টরের দায়িত্বে নিমোজিত থেকে সাংবাদিকতা করছেন দাপটের সাথে। তার চাটুকারিতা দালালির কাছে হার মানিয়েছে উপজেলার পেশাগত সাংবাদিকেরা। সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিমের সহযোগিতায় গত দশ বছরে কয়েক লক্ষ টাকার টিআর, জিআরের টাকা তার পকেটে। এছাড়া সরকারি যত প্রকার বিজ্ঞাপন আছে তার সিংহভাগ তিনি একাই কব্জায় নিয়েছেন। প্রশাসন বিজ্ঞাপন দিতে গড়িমসি করলে এমপি ছলিমকে দিয়ে ফোন করে বিজ্ঞাপন নিতেন। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন না করে সাখোওয়াত হোসেন  সাংসদের দাপট খাটিয়ে অফিস পাড়ায় অফিসারদের সাথে দালালি আর চাটুকারিতায় ব্যস্ত থাকতেন। তার কর্মকান্ডে পেশাগত সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করলেও কুলে উঠতে পারেনি সাংসদ ছলিমের জন্য। নাম প্রকাশ না করা শর্তে আওয়ামীলীগ পরিবারের কয়েক জন সাংবাদিক জানান,আওয়ামী সরকারের আমলে বিএনপি জামাতের নেতাকর্মী এবং সাংবাদিক সাখোওয়াত হোসেনের মত চামচারা সকল সুবিধা ভোগ করছেন।
এব্যাপারে সাংবাদিক বরুন মজুমদার, মেহেদী হাসান,মাহবুব জানান,সাখোয়াত হোসেনের চাটুকারীতার জন্য বিজ্ঞাপন থেকে শুরু করে সকল সুবিধা থেকে উপজেলার সাংবাদিকেরা বঞ্চিত। শুধু তাই নয় অন্যান্য সাংবাদিকদের নামে প্রশাসনের কাছে খারাপ ধারণা দিয়ে কান ভারি করে দিতেন সাখোয়াত। সাংবাদিক মেহেদী হাসান জানান,সাখোওয়াত হোসেন দম্ভের সাথে বলেছেন,এমপি সেলিম যেভাবে প্রশাসনের কাছে আমার বিজ্ঞাপনের জন্য ফোন করেছেন তেমনি ভাবে সৌরেন চক্রবর্তী এমপি হলেও আমার জন্য প্রশাসনের কাছে বিজ্ঞাপনের জন্য ফোন করবেন। এ ব্যাপারে সাখোয়াতের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি সবকিছু অস্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ