হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ১ শত বোতল নেশা জাতীয় ফেন্সিডিল সহ রহিদুল ইসলাম (৪২) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে।
গতকাল শনিবার রাত ১১ টার দিকে ভেড়ামারা থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জহরুল ইসলামের নির্দেশে এ এস আই আশরাফুল সঙ্গেও ফোর্স নিয়ে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল যাত্রী ছাউনি মোড় নামক স্থানে ভেড়ামারা থেকে পাবনায় অভিমুখে যাওয়ার পথে সাদা কালারের নোহা মাইক্রো বাস যার নং( ঢাকা মেট্রো – চ ১১-৬৮৬৪) গতিরোধ করে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ১ শত বোতল নেশা জাতীয় ফেনসিডিল সহ রাহিদুল ইসলাম (৪২) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলা নং -২
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহরুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী দের মূল শেকড় কে উৎপাটন করতে হবে। যুব সমাজকে বাঁচাতে হলে এছাড়া কোন রাস্তা নেই।এইজন্য আমি ভেড়ামারা বাসীর কাছে সহযোগিতা চাই।