নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন নব-নির্বাচিত সাংসদ সৌরেন্দ্র নাথ
মোহাম্মদ আককাস আলী : মহাদেবপুর-বদলগাছীর বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ,সালাম প্রদর্শন ও জিয়ারত করেন গণপ্রজাতন্ত্রী সরকারের সাবেক সিনিয়র সচিব নব-নির্বাচিত সাংসদ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন।
জিয়ারতে অংশ নেন মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুহাম্মাদ মাহবুবুর রহমান ধলু,বদলগাছি উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শামসুল আলম খান প্রমুখ।