রাজশাহীর বাঘায় মারামারিতে গোস্ত বিক্রেতা নিহত
রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী পৌর বাজারের দুই গোস্ত বিক্রেতার মারামারিতে ছুরির আঘাতে মামুন (৩২) নামের একজন নিহত হয়েছে।
শনিবার (২০জানুয়ারি) আনুমানিক সকাল ৯টার দিকে আড়ানী পৌর বাজারে এই ঘটনা ঘটে। মামুন পিয়াদাপাড়া (আড়ানী) এলাকার রহিম আলীর ছেলে এবং হত্যাকারি মিজানুর রহমান খোকন আড়ানী পিয়াদাপাড়া গ্রামের বক্স আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, বাজারের গোস্ত বিক্রিকে কেন্দ্র করে কথা কাটা কাটি হয় গোস্ত বিক্রেতা খোকন ও মামুনের মধ্যে। এক পর্যায়ে খোকনের হাতে থাকা ছুরি দিয়ে মামুনকে আঘাত করে। মামুন আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে মেডিকেলে নেওয়া হয়। পরে মেডিকেলে যাওয়ার পথেই মামুনের মৃত্যু হয়। আরও জানা যায়, মামুন ও খোকন আপন মামাতো-ফুপাতো ভাই। তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল পারিবারিক সূত্রে জানা যায়।
তবে স্থানীয়রা জানায়, দুজনেই গোস্ত বিক্রি করতো। কম দামে গোস্ত বিক্রি করাকে কে কেন্দ্র করে মামুনের উপর চড়াও হয় খোকন। এই নিয়ে তাদের মধ্যে চরম কথা কাটাকাটি হয়।
এই বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনার স্থলে উপস্থিত হয়েছি এবং পরিবেশ নিয়ন্ত্রণে নিয়েছি। পরে মেডিকেল যাওয়ার পথেই মামুনের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।