বগুড়ায় র্যাবের অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার
রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি বগুড়া। আজ শনিবার ২৭ জানুয়ারী দুপুরে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রহিম মিয়া ওরফে উজ্জ্বল। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নওয়াপাড়ার মৃত কুদ্দুস ওরফে লুতু মিয়ার ছেলে বলে জানা গেছে। র্যাব-১২, সিপিএসসি বগুড়া কোম্পানী কমান্ডার ও পুলিশ সুপার মো: সোহেল রানা হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৫ কেজি গাঁজাসহ উদ্ধারকৃত মালামাল, ০২ টি মোবাইল, ০১ টি সীম, ও নগদ ৩০০/- টাকা বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সদর থানাধীন গোদারপাড়াস্থ আমিনুর কমিশনার এর বাড়ির সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপর পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নিকট থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১৫ কেজি গাঁজা, ০২ টি মোবাইল, ০১ টি সীম, ও নগদ ৩০০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।