বগুড়া সান্তাহারে স্বামীর বটির কোপে স্ত্রী খুন
রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লায় গতকাল বেলা সাড়ে তিন ঘটিকার সময় স্বামী আব্দুর রশিদের বটির কোপে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাড়ে সাত ঘটিকার সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী রাজিয়ার মৃত্যু হয়েছে। নিহতদের স্বামী আব্দুর রশিদ (৪৮) পলাতক আছে। নিহত রাজিয়ার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহত রাজিয়া সুলতানা (৪০) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের খারিয়া নিশিন্দারা গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে এবং চাপাইনবয়াবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার শ্রীকান্দ গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। নিহত রাজিয়ার এক ছেলে ও এক মেয়ে আছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজিয়ার প্রথম স্বামী কয়েক বছর আগে মারা গেলে পরে রশিদকে বিয়ে করে সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার আইয়ুব আলীর বাসায় ভাড়া থাকতো রশিদ ও রাজিয়া। প্রথম স্বামীর ঔরসজাত এক ছেলে ও এক মেয়ে আছে রশিদের ঘরের কোনো সন্তানাদি নাই। স্বামী রশিদ বিভিন্ন জায়গায় ফেরি ও রাজিয়া ভিক্ষা করে দুজনে সংসার চালাতো। অভাবের সংসারে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকতো। গতকাল শুক্রবার বিকেলে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে স্বামী রশিদ তার স্ত্রী রাজিয়াকে বটি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাজিয়ার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নওগাঁ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে বলে। সেখানে নিয়ে ভর্তি করিয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং নিহতের স্বামী রশিদকে গ্রেপ্তারের জোর তৎপরতা চালানো হচ্ছে।