সোমবার(২৬ অক্টোবর ২০২০ খ্রীঃ) বিকাল ০৫.০০ হতে ০৬.৩০ ঘটিকা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আবু আব্দুল্লাহ জাহিদ সহ সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্তর হতে ১/২ কিলোমিটার উত্তরে বগুড়া রোডে জামাই ইঞ্জিনিয়ারিং ওয়েল্ডিং ওয়ার্কশপের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে রংপুর হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহন(ঢাকা মেট্রো ব- ১১-৫১১৯) এ এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫৪০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন সহ মোঃ ওমর ফারুক(২৩),পিতা- মোঃ হিসাব তেলী,সাং- নাজিরাকুনা,থানা-মজিবনগর,জেলা- মেহেরপুর কে গ্রেফতার করে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) সরনীর ০৮(গ) ধারায় মামলা দায়ের করত উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ও মাদক সেবনের দায়ে ১। মোঃ জুয়েল রানা(২৮ ),পিতা- দবির উদ্দিন,সাং- কৃষ্ট চাঁদপুর,থানা-বিরামপুর,জেলা- দিনাজপুর ২। শ্রী শ্যাম (২৫),পিতা- শ্রী বিপ্লব ডোম,সাং- চরসূত্রাপুর চামড়াগুদাম,থানা ও জেলা-বগুড়া কে গ্রেফতার করে ও তাদের নিকট হতে ০৩ পিস ইয়াবা, ০২ পুরিয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ লেয়াকত সালমান এর আদালতে হাজির করা হলে আদালত নিন্মে বর্ণিত ব্যক্তিদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(৫)ধারা মতে ০৪ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।