মহাদেবপুরে ১২ দফার দাবিতে বাসদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান
মোহাম্মদ আককাস আলী : ১২ দফার দাবিতে বৃহস্পতিবার নওগাঁর মহাদেবপুরে সমাজতান্ত্রিক দল বাসদ প্রতিবাদ সভা শেষে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করেন, উৎপাদন খরচের সংগে ৪০% মুনাফা যোগ করে, প্রত্যেক ইউনিয়নে একটি করে ক্রয় কেন্দ্র খুলে খোদ কৃষকের কাছ থেকে ৫০ লাখ মেট্রিকটন ধান ক্রয়,গ্রামে গ্রামে ক্ষেতমজুরদের জন্য আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালুসহ ১২ দফা দাবি উত্থাপন করেন।
বাসদ নেতা কালিপদ সরকারের সভাপতিত্বে সমাবেশ শেষে মিছিল সহকারে মহাদেবপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নওগাঁ জেলা আহবায়ক কৃষক নেতা জয়নাল আবেদীন মুকুল,সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের নওগাঁ জেলা আহবায়ক মঙ্গল কিসকু,সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রবিউল টুডু ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলা সভাপতব মিজানুর রহমান। বক্তাগণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, বাজার নিয়ন্ত্রন ও শ্রমজীবী স্বল্প আয়ের মানুষের জন্য আর্মিরেটে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।