1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
কুষ্টিয়ায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা: জেলা প্রশাসন - dailynewsbangla
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জের পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক বোয়ালমারীতে মাদক কারবারি আটক ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা ঘোড়াঘাটে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নওগাঁ পৌরসভার বেহাল রাস্তাগুলো  মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের ঘোড়াঘাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালংকার লুট থানায় অভিযোগ নিখোঁজ মৎস্যজীবীর লাশ ৩ কিলোমিটার ভাটিতে ভেসে উঠলো  দৌলতপুর সীমান্তে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী অন্তর্জাতিক দিবস পালিত

কুষ্টিয়ায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা: জেলা প্রশাসন

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
বৃহস্পতিবার দুপুরে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।

“মাস্ক নেই তো সেবা নেই” এই স্লোগান নিয়ে জনগনকে সচেতন করার লক্ষ্যে অভিযান পরিচালনা করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। এসময় কোর্ট চত্বর এলাকা থেকে শুরু করে সাদ্দাম বাজার মোড়,ঝাউতলা মোড়, বাসস্যান্ড, মজমপুর গেটসহ শহরের বিভিন্ন এলকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে কুষ্টিয়া জেলা শহর ও আশপাশের বিভিন্ন হাট-বাজারে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়। এসময় স্বাস্থ্যবিধির যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় ৩০ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদের প্রত্যেককে একটি করে মাস্ক দেওয়া হয়। জেলার হাট-বাজার, গণপরিবহনসহ যে কোনো পাবলিক প্লেসে মাস্কবিহীন যে কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।

এছাড়াও তিনি স্বাস্থ্য বিধি মেনে চলা ও মাক্স ব্যবহারের বিষয়টি গণমাধ্যমে বেশি বেশি তুলে ধরার জন্য সংবাদকর্মীদের অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান, খাদিজা খাতুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।ম

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ