1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বগুড়ার ১২ থানা ও ট্রাফিকের কার্যক্রম চালু হলেও  হয়নি ৮ পুলিশ ফাঁড়ির কার্যক্রম - dailynewsbangla
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউএনও’র নাম ভাঙিয়ে ৩১ টন চাল আত্মসাতের চেষ্টা রক্ষক যখন নিজেই ভক্ষক বগুড়া বেকারত্ব মোচনে কাজ করছেন ঐতিহ্যবাহী  আকবরিয়া হোটেল বগুড়ায় ২ শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান প্রদান করলেন জামায়াত বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার বগুড়া গাবতলীতে জিয়াবাড়ি পরিদর্শন করলেন  নবাগত — জেলা প্রশাসক বগুড়া    ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবীতে মানববন্ধন সাপাহারে ইসলামী আন্দোল বাংলাদেশ এর গনসমাবেশ অনুষ্ঠিত মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে  স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ফুটবল মাঠে ছুরিকাঘাতে কিশোর নিহত বগুড়া জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

বগুড়ার ১২ থানা ও ট্রাফিকের কার্যক্রম চালু হলেও  হয়নি ৮ পুলিশ ফাঁড়ির কার্যক্রম

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
বগুড়ার ১২ থানা ও ট্রাফিকের কার্যক্রম চালু হলেও  হয়নি ৮ পুলিশ ফাঁড়ির কার্যক্রম
(বগুড়া) প্রতিনিধিঃ– বগুড়া সদর থানাসহ জেলার ১২টি থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও শহরের ৮টি পুলিশ ফাঁড়ির কার্যক্রম এখানো শুরু হয়নি। তবে দু একদিনের মধ্যেই ফাঁড়িগুলোতে কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। যে সব ফাঁড়িতে এখনো কার্যক্রম শুরু হয়নি সেগুলো হলো বগুড়া সদর ফাঁড়ি, ফুলবাড়ি ফাঁড়ি, উপ-শহর ফাঁড়ি, স্টেডিয়াম ফাঁড়ি, নারুলী ফাঁড়ি, বনানী ফাঁড়ি, মেডিকেল ফাঁড়ি ও কৈগাড়ী ফাঁড়ি। এই ফাঁড়িগুলোর কার্যক্রম চালু না হওয়ায় রাতে টহল দিতে পারছেনা ফাঁড়ি পুলিশ। যে কারনে রাতে কোথাও কোথাও বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।
এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো: স্নিগ্ধ আখতার জানান  ওই ৮টি পুলিশ ফাঁড়িতে অচিরেই কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে গতক সোমবার থেকেই সান্তাহার পুলিশ ফাঁড়ি, কুমিড়া পুলিশ ফাঁড়ি, শেরপুর পুলিশ ফাঁড়ি, ও মোকামতলা তদন্ত কেন্দ্রের কার্যক্রম শুরু করা হয়েছে। সেইসাথে গত শনিবার থেকে সদর ট্রাফিক ফাঁড়িরও কার্যক্রম চালু করা হয়েছে। সীমিতভাবে যানজট নিয়ন্ত্রনে কাজ করছে ট্রাফিক পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন আপাতত থানাগুলোতে অভ্যন্তরীণ সেবামূলক কাজ চলছে। থানায় মামলা ও জিডি গ্রহন করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে থানার বাইরে পুলিশের সেবামূলক কাজ আপাতত; বন্ধ রয়েছে। পরিস্থিতি আরও একটু স্বাভাবিক হলে পুলিশ থানার বাইরেও কাজ শুরু করবে। এ দিকে শুক্রবার বিকেল থেকেই বগুড়া সদর থানার কার্যক্রম শুরু করা হয় পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ডিবি কার্যালয়ের একটি কক্ষে। ভাঙ্চুর ও অগ্নিসংযোগের কারনে শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানায় কার্যক্রম বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা হিসাবে আপাতত: ডিবি কার্যালয়ে সদর থানার কার্যক্রম শুরু করা হয়েছে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নিরাপত্তা জনিত কারনে গত ৫ আগস্ট জেলার ১২ থানা থেকে পুলিশ সদস্যদের প্রত্যহার করে নেয়া হয়। ফলে বন্ধ হয়ে যায় সব ধরনের পুলিশী সেবা। তবে ৫ দিন বন্ধ থাকার পর গত শুক্রবার থেকে সদর থানাসহ ১২টি থানার কার্যক্রম শুরু করা হয়েছে। এর আগে  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৫ আগষ্ট বিক্ষুব্ধ জনতা বগুড়ার সদর থানাসহ বিভিন্ন থানা ও ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় জেলার সকল থানা ও ফাঁড়ির কার্যক্রম। আগুনে পুড়িয়ে দেয়া হয় সদর থানা,সদর ফাঁড়ি ও উপ-শহর ফাঁড়ি ও দুপচাঁচিয়া থানা ভবনও।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ