1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বগুড়ায় কৃষকের পুকুরের মাছ লুট ও গাছ কেটে ক্ষতি সাধনের অভিযোগ - dailynewsbangla
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে হিজড়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ২, অপহরণের অভিযোগ শার্শার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সালাহ উদ্দিন বোয়ালমারীতে ১০২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ  উপজেলা প্রকৌশলীর  বিদায় ও সম্বর্ধনা  অনুষ্ঠিত বোয়ালমারীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ ভেড়ামারায় জানালার গ্রিল কেটে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  নাগরপুরে অবৈধ বালু উত্তোলন অভিযান চলমান থাকবে ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান ঘোড়াঘাটে এক ব্যবসায়ীর ৫ টি গরু চুরি বোয়ালমারীতে অস্ত্র ঠেকিয়ে প্রাইভেট কার ছিনতাই লালপুরে ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে  বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

বগুড়ায় কৃষকের পুকুরের মাছ লুট ও গাছ কেটে ক্ষতি সাধনের অভিযোগ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বগুড়ায় কৃষকের পুকুরের মাছ লুট ও গাছ কেটে ক্ষতি সাধনের অভিযোগ

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে কৃষকের পুকুরের মাছ লুটের ও পাশাপাশি পুকুর পাড়ের বিভিন্ন জাতের গাছের চারা কেটে ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নান বাদি হয়ে  ১৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের দেলবার সেখের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে  । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে একই গ্রামে আব্দুল মান্নানের বাড়ির পাশে প্রায় সাড়ে ৩ বিঘা আয়তনের একটি পুকুর রয়েছে। তিনি কৃষিতে সেচসহ ওই পুকুরে মাছ চাষ করেন। এছাড়া ওই পুকুরের পাড়ে ফলদ-বনজ ও সুপারি গাছের বাগান গড়ে তুলেছেন। এ অবস্থায় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের তফজেল হোসেনের ছেলে আব্দুস সালাম ও তার লোকজন ৫ আগস্ট রাত ৮টার দিকে পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে। এছাড়া একই সময় তারা পুকুর পাড়ের বাগান থেকে চারা গাছ কেটে ক্ষতি করেছে। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেলের দিকে কৃষক আব্দুল মান্নান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে আব্দুস সালাম সহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এদিকে আব্দুল মান্নান জানান পূর্ব বিরোধের জের ধরে আমি ও আমার লোকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। এ বিষয়েম ধুনট থানার অফিসার ইনচার্জ  (ওসি) সৈকত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নানের একটি লিখিত  অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ