বগুড়া সারিয়াকান্দিতে মাছের পোনা অবমুক্তকরণ
(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় জাতীয় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের ৩টি জলাশয়ে ৩৪৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার উত্তর হিন্দুকান্দি মরা বাঙালি কোল,পাইকপাড়া মৎস্য অভয়াশ্রম সংলগ্ন মরা বাঙালি নদীর কোল ও দীঘলকান্দি মরা যমুনা নদীর খাদে মাছের পোনা অবমুক্ত করণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করণ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া জেলা মৎস্য অফিসার কালি পদ রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোর্শেদ, ওসি তদন্ত জামিরুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মারজিয়া আখতার বানু,সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর,পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক উল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। পোনামাছ গুলির মধ্যে রুই,কাতল,মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।