বগুড়ায় আমবাগান থেকে এক অজ্ঞাত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাসস্ট্যান্ডের আম বাগান থেকে এক অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ( ২৯ আগস্ট) বৃহস্পতিবার সকালে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাসস্ট্যান্ডের আম বাগান থেকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানান অজ্ঞাত ওই নারীর আনুমানিক বয়স ৩৫ বছর৷ তাঁর শরীর ঝুলন্ত অবস্থায় গলায় ওড়না দিয়ে পেঁচানো ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার সকালে নারহট্ট ইউপির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলালের আম বাগান থেকে এক অজ্ঞাত নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কাহালু থানা পুলিশ। ওই নারীর পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ ছিল। তবে তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত বিষয় জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।