সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র আহত হওয়া প্রতিবাদে মানববন্ধন
(বগুড়া) প্রতিনিধির : বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় হামলা চালিয়ে কলেজ ছাত্র নাজমুল হুদা রাফিদকে আহত করার ঘটনায় হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র সমাজ। বৈষম্যবিরোধী আন্দোলনের জের ধরে কলেজ শিক্ষার্থী নাজমুল হুদা রাফিদকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। তাদেরকে গ্রেফতারের দাবিতে গত শনিবার (৩১ আগস্ট) বেলা ১২ টায় শহরের সাতমাথায় মানববন্ধন করেছে সাধারণ ছাত্র সমাজ। কলেজ শিক্ষার্থী এজাজ আল ওয়াসি জ্বীমের নেতৃত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাকিরুল ইসলাম, টিএমএসএস স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের আহত শিক্ষার্থী নাজমুল হুদা রাফিদ, নাফিজ হোসেন, আরাফ বিন রহমান, তাহসিন আহমেদ, মিজানুর রহমান, রিদম প্রমুখ। এ সময় বক্তারা জানান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করার সময় থেকেই উত্তর চেলোপাড়া এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসী একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে রাফিদকে হুমকি দিয়ে আসছিল। এর জের ধরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাফিদ তার বন্ধুদের সাথে গল্প করার সময় ১০ থেকে ১২ জন সন্ত্রাসী হামলা চালায়। তাদের মারপিটে রাফিদ গুরুতর আহত হয়। বক্তারা রাফিদের উপর হামলাকারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।