1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বগুড়া বস্তায় সবজি চাষ করে ব্যাপক সাড়া পেয়েছেন এখন অন্য কৃষকরা - dailynewsbangla
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় বিএনপির  নবনির্বাচিত আহবায়ক কমিটির সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠিত বরেন্দ্র অঞ্চলে শীতকালীন সবজির ভালো ফলনে চাষিদের মনে স্বস্তি পেলেও দরপতনে হতাশায়  ভেড়ামারায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত দশমিনায় শহীদ জিয়া টি-20 ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ধোধন ভেড়ামারায় তারুণ্য উৎসব উপলক্ষে ক্রিকেট খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণী বঞ্চিত বগুড়ার বিমানবন্দর শীঘ্রই আলোর মুখ দেখছে  বগুড়ায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ আত্রাই নদীতে খননযন্ত্র ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন  লালপুরে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবি তেল ব্যবসায়ীর উপর হামলা ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা

বগুড়া বস্তায় সবজি চাষ করে ব্যাপক সাড়া পেয়েছেন এখন অন্য কৃষকরা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়া বস্তায় সবজি চাষ করে ব্যাপক সাড়া পেয়েছেন এখন অন্য কৃষকরা

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় বাড়ির আঙ্গিনায় বস্তায় মরিচ, বেগুন, আদা, হলুদ, লাউ, করলা, ঝিঙ্গা চাষ করে অন্য কৃষকের কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন কৃষিবিদ গোলাম সোবহানী বুলবুল। তার বিষমুক্ত বাগানের সবজি পারিবারিক চাহিদা মেটানো ছাড়াও আত্মীয়-স্বজনের বাড়িতে সরবরাহ করছেন।
সোনাতলা পৌর এলাকার কামারপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের দ্বিতীয় ছেলে কৃষিবিদ গোলাম সোবহানী বুলবুল। তিনি দীর্ঘ ৩৫ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি শেষে ২০১৬ সালে অবসর গ্রহণ করেন। অবসরে যাওয়ার পর তিনি গ্রামের বাড়িতে এসে বিভিন্ন ধরণের ফসল, সবজি, বীজ উৎপাদনের কাজে মনোনিবেশ করেন। এভাবেই তিনি বছর দুয়েক আগে তার বাড়ির আঙ্গিনায় বস্তায় মরিচ, বেগুন, আদা, হলুদ, লাউ, করলা, ঝিঙ্গা চাষ শুরু করেন। তার বিষমুক্ত বাগানের সবজি পারিবারিক চাহিদা মেটাচ্ছে। এমনকি পারিবারিক চাহিদা মেটানোর পর পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাড়িতে যোগান দিচ্ছে। তার বাড়ির আঙ্গিনায় বস্তায় চাষ করা বিভিন্ন ধরণের সবজি পাড়া-প্রতিবেশীসহ অন্য কৃষককে উৎসাহিত করছে।
এ বিষয়ে গোলাম সোবহানী বুলবুল বলেন, সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পর বাকি জীবন এলাকার কৃষকদের সাথে কাটানোর জন্য তিনি গ্রামে ফিরে আসেন। এরপর থেকে শুরু করেন বিভিন্ন ধরনের ফসল, সবজি ও বীজ উৎপাদন।  তার উৎপাদিত দোয়েল ধানের বীজ দেশের ৬০টি জেলায় পাওয়া যায়। তিনি আরও বলেন, বাড়ির আঙ্গিনায় বস্তায় সবজি চাষ করার পর কোন সবজি কিনতে হয় না। এতে তার বাজার বাবদ  বাড়তি কোন খরচ নেই বললেই চলে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান  গোলাম সোবহানী শুধু সোনাতলায় নয়, দেশের মানুষের কাছে অনুকরণীয়। এবারও তিনি চলতি আমন মৌসুমে ১১০ বিঘা জমিতে বিভিন্ন জাতের উন্নত ধান চাষ করেছেন। তার ধানের বীজ প্রায় সারাদেশে পাওয়া যায়। এছাড়াও তার বাড়ির আঙ্গিনায় বিষমুক্ত সবজি বাগানও অন্য কৃষকদের কাছে এখন অনুকরণীয়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ