দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতি মুক্ত হয়েছে : বগুড়ায় সাবেক সংসদ
(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, ১৬ বছরের দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতিমুক্ত হয়েছে। বিগত ১৬ বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের অনেক মামলা-হামলাসহ দমন পীড়নের শিকার হয়েছে বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। তিনি আরও জানান বিএনপি সবসময় জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে আসছে। আমরা সবাই বাংলাদেশী কেউ কারো সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না। হিন্দু সম্প্রদায়ের ওপর এবং তাদের বাড়ি-ঘরে যেনো হামলা না হয় সেদিকে বিএনপি নেতাকর্মীদের নজর রাখতে হবে। আসন্ন দুর্গাপূজায় মন্দিরে মন্দিরে পাহারা দিবে বিএনপির নেতাকর্মীরা। গত সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাসস্ট্যান্ডে ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসেম আলীর সঞ্চালনায় বিশাল কর্মী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সহসভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক রেজাউল করিম, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক সবুজ, আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, নবীর শেখ,পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন,সাধারণ সম্পাদক নুরনবী,সাংগঠনিক সম্পাদক আল আমীন,ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আকতার সাথী প্রমুখ।