মাদক বিক্রি বন্ধের দাবীতে সুধী সমাবেশ
(বগুড়া ) প্রতিনিধি: মাদক কে না বলুন, মাদক থেকে দুরে থাকুন এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ৭ নং ওয়ার্ডে সকল ধরনের মাদক বিক্রি বন্ধের দাবিতে বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টায় পৌর শহরের চা-বাগান এলাকাবাসীর আয়োজনে মাদক বিরোধী বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। হোমিও চিকিৎসক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাদক বিরোধী সুধী সমাবেশ বক্তব্য রাখেন, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ফিরোজ আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ,ওয়াড বিএনপি সহ-সভাপতি বুলবুল আহমেদ, শ্রমিক নেতা আফতাব হোসেন চুট্টু, সাবেক ষ্টেশন মাষ্টার রেজাউল করিম ডালিম, যুবদল নেতা মাহমুদুল আলম, মানিক হোসেন, সাবেক ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাকিব, সোহেল রানা প্রমুখ। বক্তারা বলেন, মাদকের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে। শ্রমজীবীরা কর্মক্ষম হয়ে পড়ছেন। দীর্ঘদিন ধরে সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকায় একাধিক ব্যাক্তি মাদক বিক্রি করে আসছে। দ্রুত মাদক বেচা-কেনা বন্ধে প্রশাসনের নিকট কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানায়।