পোরশায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত
মোহাম্মদ আককাস আলী : নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যেগে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় “দেশ পূন:গঠনে যুব সমাজের ভূমিকা” শীর্ষক ওই সম্মেলনে নিতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ইয়াদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী উপজেলা আমীর আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। নিতপুর ইউপির যুব বিভাগের সাধারণ সম্পাদক আহমদ হোসাইন এর সঞ্চালনায় এসময় নিতপুর ইউপি যুব বিভাগের আমীর আব্দুস সালাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।