মহাদেবপুরে বিনা খরচে আইডিয়াল কোরআন লার্নিং সেন্টারের সার্টিফিকেট বিতরণ
মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মহাদেবপুরে বিনা খরচে আইডিয়াল কোরআন লার্নিং সেন্টার ৬ মাসের কোরআন শিক্ষা কোর্সের সার্টিফিকেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। শনিবার ৪ জানুয়ারি কেন্দ্রীয় জামে মসজিদে এই সার্টিফিকেট বিতরণ কর্মসূচির পরিচালক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. আকিমুজ্জামান,কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জিল্লুর রহমান প্রমুখ।
মসজিদ কমিটি ও খতিব, মুয়াজ্জিন সাহেবের সহযোগিতায় এই কোরআন শিক্ষা কোর্সটি বহু মানুষকে কোরআন শেখার সুযোগ করে দিয়েছে। বিনা খরচে কোরআন শিক্ষা কোর্সটি চালু আছে। কেউ চাইলে যে কোন বয়সের মানুষ এই কোর্সে ভর্তি হতে পারেন।