1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন - dailynewsbangla
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিচারহীনতার শিকার পশ্চিম রেলের এক নারী কর্মী, অভিযুক্তকে বাঁচাতে কর্মকর্তাদের চতুরতা ভেড়ামারায় বজ্রপাতে ২ জন কৃষকের মৃত্যু” ভেড়ামারায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা ফরিদ আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সভা ও মানববন্ধন বাঘায় জাল সনদে স্কুল কমিটির সভাপতি তফিকুল ইসলাম লালপুরে তিন নারী চোর আটক নওগাঁয় বেশ সাড়া ফেলেছে কালো তরমুজ ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটেও চলছে সিজারিয়ান অপারেশন আবারো নওগাঁর দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৮জনকে পুশইন করলো বিএসএফ 

বোয়ালমারীতে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বোয়ালমারীতে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের  বোয়ালমারী উপজেলার চরবনমালীপুর গ্রামের নিজের পুকুরের মাছ মেরে ও গাছ বিক্রি করে বিপাকে পড়েছেন দুই জমির মালিক। মাছ মারার ঘটনায় জমির মালিক আইয়ুব আলী খানসহ ৫০/৬০ জনকে আসামী করে থানায় অভিযোগ দিয়েছেন আসমাউল হুসনা। এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সোমবার (২৭ জানুয়ারী) কালিমাজি নামক স্থানে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবুল কালাম, সিদ্দিক মোল্লা, আইয়ুব খানের স্ত্রী, টুলু মিয়া।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সূর্যোগ গ্রামের আইয়ুব খান দাবী করেন ২০০৫ সালে নুরুল ইসলামের কাছ থেকে  চরবনমালীপুর মৌজার ৬০নং দাগের ১১৬ শতক জমি ক্রায় করেন নুরুল ইসলাম কাছ থেকে। ওই জমি তিনি অদ্যবদি লিখে দেননি। ওই জমি ক্রায় করার পর পুকুর কেটে মাছ চাষ করে আসছে আইয়ুব খান।  ওই পুকুরে গত শনিবার আইয়ুব খান খেপলাজাল দিয়ে খাওয়ার জন্য মাছ ধরলে।  নুরুল ইসলামের স্ত্রী আসমাউল হুসনা বাদি হয়ে গত রবিবার স্থানীয় থানায় আইয়ুব খানকে প্রধান আসামী করে অভিযোগ দেন।
অপরদিকে চর বনমালী পুর গ্রামের মো: রজব আলীর কাছে ২০০৫ সালে একই মৌজার ৪৪ ও ৪৬ নং দাগের ৫৭ শতাংস জমি বিক্রয় করেন নুরুল ইসলাম। ওই একই জমি ২০০৬ সালে কলিমাঝি গ্রামের মো: হাবিবুর রহমানের কাছে ৪৪,৪৬ নং দাগের ৫৭ শতাংস জমি বিক্রয় করে নুরুল ইসলাম। পরবর্তিতে লিখে না দিয়ে তাদের সাথে তাল বাহানা করতে থাকে। গত ২০২২ সালে তিনি উল্লেখিত সম্পত্তি  কৌশলে তার স্ত্রী আসমাউল হুসনার নামে লিখে দেন।  জমি ক্রায় করার পর জমিতে মেহেগনী গাছ লাগান রজব আলী। ওই জমির গাছ ২০২৩ সালে বিক্রি করলে নুরুল ইসলামের স্ত্রী আসমাউল হুসনা রজব আলী গংদের নামে মামলা করেন।
মাছ মারার মিথ্যা অভিযোগে সাংবাদিক রফিকুল ইসলাম লিটনকেও আসামি করা হয়।
অভিযোগ তদন্ত কর্মকর্তা এসআই মহেষ অধিকারী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।
আসমাউল হুসনা বলেন, আপনারা সাংবাদিক তদন্ত করে সত্য যেটা সেটা লেখেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ