বাঘায় জাল সনদে স্কুল কমিটির সভাপতি তফিকুল ইসলাম
বাঘা(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জাল সনদের অভিযোগে বাঘা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে তফিকুল ইসলাম (তফি) কে বাতিল করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান এর স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অভিযুক্ত তফিকুল ইসলাম (তফি) উপজেলার বাঘা পৌরসভার চক-আমদপুর গ্রামের বাসীন্দা ও একই পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা গেছে, জাল সনদপত্র দিয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের সভাপতি তফিকুল ইসলাম (তফি) ‘র বিরুদ্ধে তদন্ত করা হয়। এতে শিক্ষা বোর্ডে জমা দেওয়া অভিযুক্ত সভাপতি তফিকুল ইসলামের স্নাতক (ডিগ্রী) সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে কমিটি থেকে বাদ দেওয়ার নোটিশ জারি করে শিক্ষা বোর্ড।
এদিকে, ৭ আগষ্ট রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান এর স্বাক্ষরিত এক পত্রে বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে পুনরায় সভাপতির নামের তালিকা জমা দিতে হলা হয়েছে।
পত্রে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন বাঘা উচ্চ বিদ্যালয় এর অনুমোদিত এডহক কমিটির সভাপতির তালিকায় ০১ নং ব্যক্তি মোঃ তফিকুল ইসলামের শিক্ষাগত যোগ্যতার সদন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), রাজশাহী এর তদন্তে জাল প্রমানিত হওয়ায় সভাপতিকে বাতিল ঘোষণা করে উক্ত বিদ্যালয়ের সভাপতির নাম প্রস্তাব করে পুনরায় তালিকা অত্র বোর্ডে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হ’ল।
এ বিষয়ে বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান বলেন, অফিসিয়ালি চিঠি এখনো পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে শুনছি।
বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। এরকম কোনো আদেশ আমি পায়নি।