1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমিনা উপজেলায় রাখালের ভাইকে বেঁধে মহিষ চুরি - dailynewsbangla
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিচারহীনতার শিকার পশ্চিম রেলের এক নারী কর্মী, অভিযুক্তকে বাঁচাতে কর্মকর্তাদের চতুরতা ভেড়ামারায় বজ্রপাতে ২ জন কৃষকের মৃত্যু” ভেড়ামারায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা ফরিদ আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সভা ও মানববন্ধন বাঘায় জাল সনদে স্কুল কমিটির সভাপতি তফিকুল ইসলাম লালপুরে তিন নারী চোর আটক নওগাঁয় বেশ সাড়া ফেলেছে কালো তরমুজ ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকটেও চলছে সিজারিয়ান অপারেশন আবারো নওগাঁর দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৮জনকে পুশইন করলো বিএসএফ 

দশমিনা উপজেলায় রাখালের ভাইকে বেঁধে মহিষ চুরি

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

দশমিনা উপজেলায় রাখালের ভাইকে বেঁধে মহিষ চুরি

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি 
পটুয়াখালী দশমিনা উপজেলায় রাখালের ভাইকে বেঁধে মহিষ চুরির ঘটনা ঘটে।
 মঙ্গলবার  রাত ১০ টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চর ভুতুম এলাকায় মহিষ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চর ভুতম এলাকায় দীর্ঘ দিন যাবত বিভিন্ন লোকের প্রায় ৬০ টি মহিষ লালন পালন করে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলু রহমানের ছেলে সবুজ। বুধবার সন্ধ্যায় সবুজ তার ছোট ভাই শিপনকে চর ভুতম রেখে বাড়িতে আসে। রাত আনুমানিক ১০ ঘটিকার সময় অজ্ঞাত ১০- ১২ জন ট্রলার নিয়ে রাখাল সবুজ এর বাসার সামনে নামে। সেখানে গিয়ে শিপন এর হাত,  পা ও মুখ বেঁধে ঘরের খুটির সাথে বেঁধে রাখে এবং বেদম মারধর করে  পাতা বনে জবাই করার জন্য নিয়ে যায়। পরে  মহিষের খর থেকে ৬ টি বিভিন্ন বয়সের মহিষ তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। রাখালের ভাইকে হাত,পা ও মুখ বেঁধে নদীর পাড়ে পাতাবনের মধ্যে রেখে যায় । এ ঘটনায় রাখাল সবুজ রাত ১১ ঘটিকায় চর ভুতম নিজ ঘরে গিয়ে ছোট ভাইকে না দেখে অনেক খোজাখুজির পর পাতা বন থেকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে রাখালের ভাই শিপন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এইচ এম আলভির চিকিৎসাধীন আছে।
মহিষের মালিক খলিলুর রহমান জানানা দশমিনা উপজেলায় বিভিন্ন চরাঞ্চলে মহিষ ও গরু চুরির ঘটনা নতুন না। এই চোরের একটি বড় সিন্ডিকেট আছে তারা আইনের ধরাছোঁয়ার বাহিরে। গত রাতে আমার ৬ টি মহিষ চুরি হয়েছে। রাখালের ভাইকে বেঁধে ৬ টি মহিষ নিয়ে যায়। রাখাল সবুজ আমাকে রাতেই জানায়। আমি দশমিনা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। সকালে মহিষের বর্ননা দিয়ে থানায় সাধারণ ডায়েরি করি।
 রাখাল সবুজের ভাই শিপন  জানান গত রাতে ভাইয়া আমাকে চরে রেখে দশমিনা আসে। রাত ১০ঘটিকার সময় অপরিচিত ১০-১২ জন ট্রাল নিয়ে আমাদের বাসার সামনে থামায় পরক্ষনে বাসায় ডুকে আমাকে মারধর করে হাত, পা ও মুখ বেঁধে নদীর ধারে পাতাবনের মধ্যে রেখে মহিষের পাল থেকে ৬ টি মহিষ নিয়ে যায়। আমার ভাই পাতাবন থেকে আমাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন।
রাখাল সবুজ  জানান আমার মহিষ সহ বিভিন্ন লোকদের ৬০ টি মহিষ চর ভুতম লালন পালন করি। বুধবার রাতে দশমিনা বাজার করতে আসি ছোট ভাইকে রেখে। আমার ভাইকে কে বা কাহারা পাতা বনের মধ্যে রেঁধে রেখে ৬ টি মহিষ নিয়ে যায়। রাতেই দশমিনা থানা পুলিশকে ঘটনার বিষয় জানাই। সকালে সাধারণ ডায়রী করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান বুধ বার রাতে বাঁশবাড়িয়া ইউনিয়নের চর ভুতম এলাকা থেকে রাখালের ভাইকে বেঁধে ৬ টি মহিষ চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ