বই কিনি বই পড়ি জ্ঞান অর্জন করি আলোকিত জীবন গড়ি
মোহাম্মদ আককাস আলী :
এসো “বই কিনি বই পড়ি জ্ঞান অর্জন করি আলোকিত জীবন গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এগিয়ে চলেছেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলী। তিনি সমাজকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনতে বই পড়ার প্রতি যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন,যুবকেরা যখন খেলাধুলা ও বই পড়ার প্রতি আকৃষ্ট হবে তখন তারা বিপদে যাবে না মাদকের কোরাল ছোবলে পড়বে না। সংঘাত সহিংসতা মুক্ত জীবন তাদের গড়ে উঠবে। তিনি শনিবার (২২ ফেব্রুয়ারি) মহাদেবপুর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তাঁর ৮ম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইটি ওইসব স্টলে দেন।।বইটি সংগ্রহ করার জন্য প্রতিটি পাঠকের প্রতি আহ্বান জানান তিনি।