কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মার চরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ তার বয়স আনুমানিক (৩০) বছর । নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর পদ্মার নদী ভেতর বালির চরে অজ্ঞতা মহিলা বয়স আনুমানিক (৩০) বছর। গতকাল শনিবার রাত ৮ টার দিকে পদ্মা নদীর বালিচর থেকে অজ্ঞাত মহিলার উলঙ্গ অবস্থায় লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। নৌ পুলিশের এসআই সজল জানান,গোলাপনগর সোলেইমান শাহ র আস্তানা নিচে পদ্মা নদী ভেতরে পানি শুকিয়ে যাওয়ার বালির চরের উপরে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাদের সংবাদ দিলে আমরা ঘটনা স্হলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মরগে প্রেরণ করেছি। তবে ধারণা করা হচ্ছে এক থেকে দুই দিন আগে লাশ। আমরা স্থানীয় লোকজনদের সাথে কথা বলে তার কোন পরিচয় কেউ দিতে পারি নাই। লাশ দেখে ধারণা করছে সে একজন পাগলী