1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
আদালতে হাজিরা দিতে এসে আওয়ামীলীগ নেতা নিখোঁজ, ৯ ঘন্টা পর উদ্ধার - dailynewsbangla
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

আদালতে হাজিরা দিতে এসে আওয়ামীলীগ নেতা নিখোঁজ, ৯ ঘন্টা পর উদ্ধার

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আদালতে হাজিরা দিতে এসে আওয়ামীলীগ নেতা নিখোঁজ, ৯ ঘন্টা পর উদ্ধার

 

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী দশমিনায় গত রবিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগের সদস্য ও আলীপুর ইউনিয়নের সাবেক চোয়ারম্যান নিখোঁজ হওয়ার ৯ ঘন্টাপর উদ্ধার।
উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বড়গোপালদী ব্রিজের ডাল থেকে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সবেক আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা ফয়সাল নিখোঁজ হওয়ার ৯ ঘন্টা পর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কপুরকাটি গ্রামের নির্জন মুগডাল ক্ষেত থেকে হাত- পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের সদস্য ও আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদশা ফয়সাল দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর-৩১৩/২৪ ও সি আর -৩১৪/২৪ মামলায় হাজির হওয়ার জন্য পটুয়াখালী থেকে দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বড়গোপালদী ব্রিজের কাছে আসলে পথিমধ্যে উপজেলা কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুবায়ের হোসেন জুবরাজ সহ ৭-৮ জন পথরোধ করে। বাদশা ফয়সালকে গাড়ি থেকে নামিয়ে বলে আপনার পেছনে যে নারী বসে আছে সে কে? তার সাথে আপনার অবৈধ সম্পর্ক আছে? বাদশা ফয়সাল বলেন ওনার ছেলে একটি অজ্ঞাত মামলায় পটুয়াখালী জেলে আছে তিনি থানায় যাবেন তাই আমার গাড়িতে নিয়ে আসছি। তখোন তাকে নামিয়ে জুবায়ের হোসেন জুবরাজ সহ তার সহযোগিরা অশ্লীল কথা বলে আটকে রাখে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই ভিডিওতে কলেজ ছাত্র দলের যুগ্ন আহবায়ক জুবায়ের হেসেন জুবরাজ সহ অনেককে বাদশা ফয়সাল কে নিয়ে যেতে দেখাযায়। ভিডিওতে বাদশা ফয়সালের হুন্ডার পিছনে বসা নারীকে বলতে দেখা যায় তিনি(বাদশা ফয়সাল) আমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাবার বয়সী আমার ছেলে পটুয়াখালী জেল হাজতে, আমি দশমিনা থানায় যাওয়ার জন্য পটুয়াখালী সরকারি কলেজের সামনে হুন্ডাস্ট্যান্ডে এসে কোন হুন্ডা না পেয়ে তার সাথে দশমিনার উদ্দেশ্যে আসি। বড়গোপালদী ব্রিজের ডালে কয়েকজন ছেলে হুন্ডা থামিয়ে অশ্লীল কথা বলে। বিএনপির একাধিক যুবদলের নেতারা ঘটনা স্থলে গিয়ে বাদশা ফয়সালকে দশমিনার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কিন্তু জুবায়ের হেসেন জুবরাজ সহ তার সাথে থাকা সহযোগিরা পূনরায় বাদশা ফয়সালকে আটকিয়ে হুন্ডায় করে নিয়ে যায় সেই থেকে বাদশা ফয়সাল নিখোঁজ। এ ঘটনায় দশমিনা থানা পুলিশ খবর পেয়ে উপজেলার বিভিন্ন স্থানে উদ্ধারের অভিযান পরিচালনা করছে। রবিবার রাত ৯টায় বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কপুরকাটি গ্রামের মুগডাল ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর তার শরীরে নীলা-ফুলা জখম দেখা যায়। দশমিনা হাসপাাতলে সাধারণ চিকিৎসা গ্রহন করে বাড়ি চলে যায়। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

বাদশা ফয়সালের চাচা শ্বশুর মকবুল খান জানান সকালে বাদশা ফয়াসাল আদালতে হাজির হবার জন্য পটুয়াখালী থেকে দশমিনা আদালতের উদ্দেশ্যে বের হয় তারপর সমাজিক যোগাযোগ মাধ্যমে দেখি বিএনপির ছাত্রদলের কয়েকজ নেতা এক নারীর সাথে ধরছে এমন ভিডিও প্রকাশ হয়। তার পরথেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সারা দিন অনেক খোজ করি তার পর রাত ৯ টায় বাউফল উপজেলার কালাইয়া ইউইনয়নের কপুরকাটি গ্রামের নির্জন মুগডাল ক্ষেত থেকে হাত- পা বাঁধা অবস্থায় উদ্ধার করে দশমিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসি। সেখানে যুবদলের নেতারাও ছিলো। এটা পরিকল্পিত ঘটনা।

বাদশা ফয়সালের স্ত্রী রানু বেগম জানান সকালে দশমিনা আদালতে মামলায় হাজিরার জন্য যায়। আমি দুপুর ১২ টার পর মোবাইল করলে বন্ধ পাই। রাতে আমার চাচাশ^শুর বাসায় নিয়ে আসেন। তিনি অসুস্থ কোন কথা বলতে পারেনা।

কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক জুবায়ের হেসেন জুবরাজ এর মোবাইলে একাধিক বার ফোন করলে বন্ধ পাওয়া যায়।

উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জুয়ল আমিন প্যাদা বলেন, আমি বেতাগীসানকিপুর ইউনিয়নে একটি কাজে গিয়াছিলাম দশমিনা ফেরার পথে বড়গোপালদী ব্রিজের ডালে জনসমাগম দেখে গিয়ে দেখি বাদশা ফয়সালকে একজন মহিলা সহ রাস্তায় আটকিয়ে রাখে ঝুবরাজ সহ ৭-৮ জন । তখোন আমি বাদশা ফয়সালকে পাঠিয়ে দেই। তার পর কি হয়েছে জানিনা।
বাদশা ফয়সালকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে আনা হলে তাকে কে বা কাহারা নিয়ে গিয়াছে ,তার শরীরে অঘাতের চিহ্ন , কি ভাবে উদ্ধার হওয়া যায়গায় গেলেন, কারাইবা হাত-পা বেঁধে মুগডাল ক্ষেতে ফেলে রেখেছে এ সকল প্রশ্ন করলে কোন উত্তর দেয়নি। পরে থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দীর্ঘ ১ ঘন্টা কথা বলে বাসায় চলে যান।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান থানায় কোন অভিযোগ হয়নি। আমরা ঘটনার বিষয় শুনে তাকে উদ্ধারের চেষ্টা করছি। রাত ৯টায় তার পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন পরে বাসায় নিয়ে যায়। তিনি কোন কোন মামলা করবেনা বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ