1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
পূনরায় ব্রিজ নির্মানে মানববন্ধন দুই উপজেলার জনগেনের - dailynewsbangla
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

পূনরায় ব্রিজ নির্মানে মানববন্ধন দুই উপজেলার জনগেনের

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

পূনরায় ব্রিজ নির্মানে মানববন্ধন দুই উপজেলার জনগেনের

 

মো.বেল্লাল হোসেন,দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালী জেলাধীন দশমিনা ও বাউফল উপজেলার জনগন পূনরায় ব্রিজ নির্মানের জন্য সোমবার বেলা ১১ ঘটিকায় মানববন্ধন করেছে।
উপজেলা বাঁশাড়িয়া ইউনিয়নের রজ্জবিয়া দাখিল মাদ্রাসার পাশের দশমিনা ও বাউফল উপজেলার সংযোগ খালে ওপর নির্মানাধীন ব্রিজটি উন্মুক্ত করার পুবেই ফাটল ধরায় নতুন ব্রিজ পুনঃ নির্মান এবং ব্রিজের নির্মানে দুর্নীতির সাথে জড়িত ঠিকাদার ও সশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের দাবীতে মানববন্ধন করেছেন পটুয়াখালীর দশমিনা-বাউফল দুই উপজেলার বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।
এসময় বক্তব্য রাখেন-রজ্জবিয়া দাখিল মাদ্রসার সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন খান, তেরঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হেল্লাল উদিন, রজ্জবিয়া দাখিল মাদ্রসার সিনিয়র সহকারি শিক্ষক মো. মাহাবুব আলম, বাঁশবাড়িয়া গ্রামের মো. মফিজুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
জানা যায় দশমিনা-বাউফল দুই উপজেলার সংযোগ খালের উপর ব্রিজ নির্মনের উদ্যোগ নেয় সরকার। ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের অর্থায়নে ১৩ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে ব্রিজের কাজ শুরু হয়। কাজ শুরু থেকে নানা অনিয়ম ও দূর্নীতির আশ্রয় নেয় ঠিকাদার প্রতিষ্ঠান। উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তাকে অনিয়মের কথা বললে কোন ব্যবস্থা নেননি। প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তাকে বলায় ঠিকাদার প্রতিষ্ঠান স্থানীয় লোকদের চাঁদাবাজির মামলা সহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। ব্রিজের নির্মান কাজ চলোমান অস্থায় এ্যাপ্রসের সামান্য টোকা দিলে খসে পরে এবং ব্রিজের বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। ব্রিজ নির্মানে অনিয়ম ও দূর্নীতির কারনে ঠিকাদার তার মনে মতো কাজ করে যাচ্ছে। ব্রিজের কাজ বন্ধ ও পূনরায় ব্রিজের কাজ সঠিক করার দাবিতে দুই উপজেলা সাধারণ জনগন মানববন্ধন করে।
মানববন্ধনে নিজাম উদ্দিন খান বলেন দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এ ব্রিজের নির্মান কাজ শুরু করে সরকার। শুরুর থেকে অনিয়মের কথা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তাকে মুঠোফোনে এবং াফিসে গিয়ে বললেও কোন কাজ হয়ন্ িতিনি নানান অজুহাত দেখিয়ে এরিয়ে যান। এত করে ঠিকাদার প্রতিষ্ঠান অনিয়ম আর দূর্নীতি করার সাহস পায়। আমারা চাই কোন দূর্নীতি ঠিকাদার পেশি শক্তি ব্যবহার করে ব্রিজের কাজে অনিয়ম করতে পারবেনা। ব্রিজের কাজে অনিয়ম ও দূর্নীতির সাথে যাহার জড়িত মানববন্ধনের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করার আাবেদন করছি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মিন্টু চন্দ্র মজুমদার জানান খবর পেয়ে আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ব্রিজ দেখতে যাই। ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে সে ভাবে কাজ করবে। আর কোন সমস্য হবেনা।
উপজেলা নির্বহী কর্মকর্তা(ইউএনও) ইরতিজা হাসান জানান ব্রিজের বিভিন্ন অংশে ফাটলের বিষয় আমাকে এলাবাসি ফোন করে জানিয়েছেন। আমি সেখানে গিয়ে বিষয়টি দেখেছি। সঠিক ভাবে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। তার পরও ব্রিজে ফাটলের কারন কি তা উদঘাটনের জন্য ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ