শ্রী শুকদেভ লাল শুভ।। কুমিল্লার হোমনায় ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনাসভা, বার্ষিক মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭ এপ্রিল উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন-অর- রশিদের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, ক্রাইম পেট্রোল২৪. কম সম্পাদক ও প্রকাশক এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. মনিরুল হক সরকার, আব্দুর রহিম, একেএম ইসরাফিল ভূঁইয়া প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এসএসসি পরীক্ষার্থীসহ দেশ ও জাতির কল্যাণে মিলাদ পাঠ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক তাইজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল বাশার।