বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী এলাকায় বাড়ির পাশে সরিষার ক্ষেতে শাক তুলতে গিয়ে এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনায় মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ওই কিশোরীর বাবা মঙ্গল ঠাকুর বাদি হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নাম্বর ১৪। ধারা ৯/১।
এজাহার সূত্রে জানা যায়, কমলেশ্বরদী গ্রামের মুকুল শেখ (৪৮) প্রতিবেশী হওয়ার সুবাদে ওই কিশোরীকে প্রায় উত্ত্যক্ত করতো। কিশোরী তার পরিবারকে জানালে কিশোরীর বাবা মুকুল শেখ কে কয়েক বার সাবধান ও করছেন।
গত ১২ জানুয়ারি ২৫ বিকাল ৪টার দিকে ওই কিশোরী বাড়ির পাশে সরিষা ক্ষেতে শাক তুলতে গেলে মুকুল শেখ বিভিন্ন লোভ লালসা দিয়ে চেতনা নাশক চকলেট খাওয়াইয়ে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরী অজ্ঞান হয়ে গেলে সেখানে ফেলে মুকুল শেখ চলে যাই। বিকেল ৫টার দিকে কিশোরীর চেতনা ফিরলে সে বাড়ির দিকে রওনা দেয়। পথের মধ্যে মুকুল শেখ তাকে দাঁড় করিয়ে ধর্ষণের ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। এজাহারে আরো উল্লেখ করা হয়, এ ঘটনার কিছুদিন পর ওই কিশোরীর শরীর অসুস্থ হলে গত ২৮ মার্চ ২৫ তাকে বোয়ালমারীতে অবস্থিত মোল্লা ডা: হানিফ হাসপাতালে এনে ডা. শোভন সাহাকে দেখাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারে সে ৮ সপ্তাহের গর্ভবতী। তার কাছে জানতে চাইলে ধর্ষণের সকল ঘটনা খুলে বলে।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। ধর্ষক মুকুল শেখ পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে। কিশোরীকে বুধবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।