লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীর বাবলু মীরের হামলা শিকার জামাত কর্মী
সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরে পূর্বের শত্রুতা জেদ ধরে জামাতের কর্মীর দেলোয়ার হামলার শিকার আওয়ামী লীগের সন্ত্রাসীর বাবলু মীরের বাহিনীর হাতে (৫ই এপ্রিল) রাত ৮ : ৩০ মিনিটের সময় চররমনী মোহন ইউনিয়নে ২নং ওয়ার্ডের ভাঙ্গা পোলের সাথে হায়দার আলী ভূঁইয়া বাড়ীর দেলোয়ারের বসত বাড়িতে সন্ত্রাসী বাবলু মীর এ ঘটনা ঘটায়। এটি ডাকাতি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা আহতরা হলেন, জামাত কর্মী দেলোয়ার ও শাহাবুদ্দিন পুলিশ ও ভূক্তভোগীরা জানায়, ঘটনার সময়, বাবলু মীর, আজিজুল, আক্তার, টিটু, সুমন রাজু, গফুর ১০-১৫জন আওয়ামী লীগের সন্ত্রাসী নিয়ে বাবলু মীর হামলা চালাই দেলোয়ারের উপরে স্থানীয়রা জানায়, প্রতিবেশি বাবলু মীর বিভিন্ন সময় ভাঙ্গা পোল এলাকাতে গরু ছাগল হাঁস মুরগি চুরি করত বাবলু মীরের চুরির বিষয় শাহাবুদ্দিন এলাকার মানুষকে জানান এর জের ধরেই বাবলুমীর সেলিম মীর ভাড়াটিয়ার সন্ত্রাসী এনে দেলোয়ারের পরিবারের উপর হামলা চালাই বিএনপি নেতা দিদার ভূঁইয়ার স্ত্রী বলেন, বাবলু মীর, সেলিম মীর, টিটু, সুমন রাজু,পরিকল্পিতভাবে দেলোয়ারের ও শাহাবুদ্দিন হামলা চালিয়েছে, ১এক টাকার ও একটি iphone নিয়ে গেছে বাবলু মীর আমরা সুষ্ঠু বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে বাবুল মীর, সেলিম মীর বলেন, হামলার বিষয়ে আমরা কিছু জানি না। লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, জামাতের কর্মী দেলোয়ার উপর হামলা হয়েছে এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি পাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।