মো: বেল্লাল হোসেম, দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় পরিষদ কনফারেন্স হল রুমে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ইরতিজা হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম, কৃষি কর্মকর্তা মোঃ জাফর আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, মহিলা বিষয়ক কর্নকর্তা জেসমিন, বিআরডিবি কর্মকর্তা এ এস এম আরিফুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
আইনশৃঙ্খলা সভায় উপজেলায় বিভিন্ন ইউনিয়নে মাদকের ছড়াছড়ি। এতে করে যুব সমাজ ধ্বংস হচ্ছে।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয় সভায় অবহিত করেন মাদকের বিরুদ্ধে দশমিনা থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। মাদক নির্মূলে আইন শৃঙ্খলা সর্বোচ্চ শতর্ক অবস্থানে আছে।